ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

ছাত্রীকে জড়িয়ে ধরা সেই শিক্ষক গ্রেপ্তার


৭ আগস্ট ২০১৯ ০৩:২৯

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৭ সালে একই অভিযোগে এই শিক্ষক একবার গ্রেপ্তার হয়েছিলেন।

সোমবার সকালে নগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা এলাকায় পতেঙ্গা গ্রামার স্কুলে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার মতিউর রহমান (৪৫) ওই স্কুলের অন্যতম পরিচালক এবং প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি উৎপল কান্তি বড়ুয়া বলেছেন, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে মতিউর জড়িয়ে ধরেছিলেন। তারা বিষয়টি অভিভাবককে জানায়। পরে স্থানীয় লোকজন গিয়ে মতিউরকে অবরুদ্ধ করে রাখে। স্কুলে ভাঙচুরেরও চেষ্টা করে।

এই ঘটনার খবর পেয়ে পুলিশ মতিউরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।