নেত্রকোনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ রবিবার রাতে পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ভূগী জাওয়ানী এলাকায় অভিযান চালিয়ে ২ শত পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়াকে (২৮) আটক করেছে।
নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্নূর-এ-আলম জানান, পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নিজামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র জুয়েল দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই তপন চন্দ্র বাকালীর নেতৃত্বে একটি টিম রবিবার রাত ১১টার দিকে ভূগী জাওয়ানী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ২ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃত জুয়েলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকালে কোর্টে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।