ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

২ টাকার জন্য যুবককে হত্যা করলো দোকানদার


৩ আগস্ট ২০১৯ ০৩:৩৪

কক্সবাজারের মহেশখালীতে পাওনা দুই টাকার জন্য এক যুবককে হত্যা করেছে দোকানদার। এ ঘটনায় দোকানদারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধলঘাটা ইউপির বেগুনবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। আটক দোকানদার আব্দুল গফুর একই এলাকার নুরুন্নবীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, আব্দুল গফুর তার বাড়ির পাশে একটি মুদির দোকান দিয়ে ব্যবসা করেন। জাহাঙ্গীর আলমের কাছে আব্দুল গফুর কিছু টাকা পান। দোকানদারের দাবি ১২ টাকা আর ক্রেতার দাবি ১০ টাকা। দুই টাকার জন্য মুহূর্তেই তাদের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। হাতাহাতির একপর্যায়ে আব্দুল গফুর দোকানে থাকা পানির গ্লাস ভেঙে একটি টুকরো জাহাঙ্গীরের বুকে ঢুকিয়ে দেয়। এতে জাহাঙ্গীর আলম আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওসি বলেন, মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিস উদ্দিন অভিযান চালিয়ে আব্দুল গফুরকে আটক করেছেন।