১০০ টাকার জন্য স্ত্রীকে হত্যা!

বগুড়ার নারুলীর খন্দকার পাড়া এলাকায় স্বামীর বিরুদ্ধে ১০০ টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে ওই এলাকা থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চামেলি বেগম ওই এলাকার রুবেল হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে বগুড়া সদর থানা ওসি এসএম বদিউজ্জামান জানান, রুবেল শহরের রাজা বাজারে দিনমজুরের কাজ করে। বাড়িতে ২৫০ টাকা রাখে সে। এরপর পরদিন রাতে সে বাড়ি ফিরে স্ত্রীকে ঘরে ১০০ টাকা রেখে গেছে বলে জানায়। এ টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রুবেল স্ত্রীকে মারপিট করে।
তিনি আরো জানান, স্থানীয়দের খবরে বাড়ির একটি ঘর থেকে গৃহবধূ চামেলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে।