ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন


২ আগস্ট ২০১৯ ০৪:০৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাইজহাটি গ্রামের গোলাপ রবিদাসের ছেলে চন্দন রবিদাস (৩৫) ও আনন্দ রবিদাসের (৩০) মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। আজ দুপুরে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে আনন্দ রবিদাস বড় ভাই চন্দন রবিদাসকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনন্দ রবিদাসকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।