ইয়াবাসহ হোমনার মাদক সম্রাট জসিম গ্রেফতার

হোমনা উপজেলা ঘারমোরা ইউনিয়নের মাদক ব্যবসায়ী ইয়াবার ডিলার জসিম উদ্দিন মেঘনা থানায় বিশাল ইয়াবার চালানসহ আটক। হোমনা থানায় একাধিক মাদকের মামলার আসামী জসিম মাদকের মামলায় বারবার ধরা পরার পরেও জামিনে মুক্ত হয়ে আবারও বেহাল তবিয়তে করে যাচ্ছে মাদকের ব্যবসা। মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাচ্ছেনা ছোট ছোট স্কুল পড়ুয়া কিশোর বালকেরাও।
মাদক সম্রাট জসিম ইয়াবা ব্যবসা করে মাদকের জগতে ব্যবসায়ীমহলদের মধ্যে ঢাকাসহ হোমনা উপজেলায় একাধিক বাড়ি ও অর্থবিত্তের মালিক বনে যাওয়ায় পুলিশের হাতে ধরা পরার পরেও বারবার আইনের ফাঁক ফোকর দিয়ে কি করে বেড়িয়ে যাচ্ছে, এলাকার সাধারন জনগন তা নিয়ে খুবই হতবাক ও আতংকিত হয়ে পড়ছে, না জানি নিজের সন্তানটি মাদক সেবনে জড়িয়ে পরে কখন।