ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন


২৯ জুলাই ২০১৯ ০৩:৫৪

রাজধানীর যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে রিফাত হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা ৩টার দিকে শেখদি এলাকায় একটি ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মাযহারুল ইসলাম।

তিনি বলেন, নিজেদের মধ্যে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে রিফাত খুন হয় বলে জেনেছি। ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি ওসি মাযহারুল ইসলাম।

জানা গেছে, নিহত রিফাত শনিরআখড়া স্বপন মৃধা রোডের একটি বাড়িতে থাকতেন। তার বাবা আয়নাল হক মাঝি। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার হুগলাকান্দি গ্রামে।

রিফাতের বন্ধু আব্দুর রহমান সাংবাদিকদের জানান, মহসিন ও রাকিব নিজেদের রিফাতদের চেয়ে সিনিয়র বলে দাবি করে আসছেন। এ নিয়ে এর আগেও রিফাতের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এদিন দুপুরেও বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাতকে ছুরিকাঘাত করে মহসিন পালিয়ে যান। পরে তার মৃত্যু হয়।