ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

রাজধানীতে ৬টি অস্ত্র ও ৪৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৩


২৭ জুলাই ২০১৯ ২৩:৫৭

রাজধানীতে ৬টি অস্ত্র ও ৪৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৩

রাজধানীর খিলগাঁও এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- খান মোঃ ফয়সাল, মোঃ জিয়াউল আবেদীন ওরফে জুয়েল ও মোঃ জাহেদ আল আবেদীন ওরফে রুবেল। এ সময় তাদের হেফাজত হতে ০১ টি একে ২২ রাইফেল, ০৪ টি বিদেশী পিস্তল, ০১ টি বিদেশী রিভলবার এবং মোট ৪৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি উদ্ধার করা হয়।

শনিবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবি’র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার)।

তিনি বলেন, গত ২৬ জুলাই ২০১৯ তারিখ ২০.৩৫ টায় রাজাধানীর খিলগাঁও থানাধীন ২৬৯/এ/ক, সিপাহীবাগ (চারতলা গলি, বায়তুল হুদা মসজিদ সংলগ্ন), ফাইভ স্টার নিবাস এর সামনে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটনের জন্য তারা ভাড়া সন্ত্রাসী হিসেবে কাজ করত। চাঁদাবাজি ও হত্যা ছিল তাদের প্রধান কাজ।