ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে গলা কেটে হত্যা চেষ্টা


২৬ জুলাই ২০১৯ ০৩:০৯

গাজীপুরের শ্রীপুরে দশম শ্রেনীর এক মাদ্রাসাছাত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যেই শ্রীপুরসহ আশপাশের এলাকায় এ খবর জানাজানি হলে হাজার হাজার উৎসুক জনতা আহত ছাত্রীকে দেখতে হাসপাতালে ভিড় জমায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন হাসপাতালে ছাত্রীকে দেখতে যায়। পরে পুলিশের সহযোগীতায় আহত ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী সুমাইয়া (১৫) প্রতিদিনের মত মাদ্রাসায় যাওয়ার সময় পটকা গ্রামের খোকনের বাড়ির পাশে রাস্তায় পৌঁছলে দুস্কৃতিকারীরা ধারালো ছুরি দিয়ে ওই ছাত্রীকে গলায় পুঁচ দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: শামসুল আরেফিন জানান, প্রেমের সম্পর্কের কারনে ঘটনাটি ঘটেছে। এটি কোন গুজব না। এটা এক দরনের অপরাধ। প্রেম ঘটিত বিষয়ের জেরে এটি ঘটেছে। এ বিষয়ে সকলকে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন।