মায়ের হাত-পা বেঁধে ছাত্রীকে ধর্ষণ করলো শিক্ষক

নীলফামারীর জলঢাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নজরুল ইসলাম (৫২)। তিনি উপজেলার শৌলমারী ইউনিয়নের সিংড়িয়া বালারডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই ছাত্রীর মা নিলুফা বেগম বাদী হয়ে নজরুল ইসলামকে প্রধান ও অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২২ জুলাই সোমবার গভীর রাতে পৌরশহরের উত্তর কাজির এলাকার লুৎফর রহমানের মেয়ে জলঢাকা পাইলট সরকারি মডেল উচ্চ-বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর শয়ন কক্ষে প্রবেশ করে একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও তার দুই সহযোগী। এ সময় ছাত্রীর মা চিৎকার করলে অভিযুক্ত নজরুল ইসলাম তার হাত-পা বেধে ছাত্রীটিকে মুখ বেঁধে পাশের রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে।
এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা বলেন, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।