ঢাকা বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২

টঙ্গীতে দুর্বৃত্তের হাতে স্কুল ছাত্র খুন


২৫ জুলাই ২০১৯ ০৪:৩৩

গাজীপুর মহানগরীর টঙ্গী গাজীপুরা কাজীপাড়া এলাকা থেকে তউসিফুল ইসলাম মুন্না (১৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করে টংগী পূর্ব থানা পুলিশ।

বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তউসিফুল ইসলাম মুন্না গাজীপুর কাজীপাড়া এলাকার মো. মিজানুর রহমানের বড় ছেলে। সে উত্তরা শাহীন স্কুলের নবম শ্রেণির ছাত্র।

টংগী পূর্ব থানার পুলিশ জানায়, সকালে তার বাবা অফিসে চলে যায়। অন্যদিকে মা রুম তালাবদ্ধ করে ছোট ভাইকে নিয়ে স্কুলে যায়। মা বাসায় এসে তালাখুলে বড় ছেলের লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন
আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।