চোরাই সিএনজি ও মোবাইলসহ অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

গরীব সিএনজি চালক আমজাদ হোসেনকে যাত্রীবেশী অজ্ঞান পার্টি অজ্ঞান করে তার সিএনজি নিয়ে পালিয়ে যায়। চালক ঐ যাত্রীদের কোন পরিচয় দিতে পারে না। যাত্রী একজনের মোবাইল নাম্বারের শুধু মাত্র শেষের তিনটি ডিজিট ........৬৩১ বলতে পারে। নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলাকে চুরি-ছিনতাই মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নির্দেশনায় এএসপি সি-সাকেল মোঃ আসাদুজ্জামান সাহেবের সহায়তায় পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ মতিউর রহমান,এস আই/ মো: সেলিম মিয়া, এএসআই জাকিরুল ইসলাম এবং এএসআই ফজলুল হক ২২ জুলাই জয়পুরহাট জেলার সদর থানা, পাঁচবিবি থানা এবং বগুড়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সদস্য ১. মোঃ ময়নুল ইসলাম সোহাগ(২৪), পিতা-মোঃ ময়েজ উদ্দিন মুন্সি,সাং-কয়তাহার, থানা-জয়পুরহাট সদর, জয়পুরহাট, ২. মোঃ সবুজ(২৮), পিতা-মোঃ সাখোয়াত হোসেন,সাং-পাছগাছী, থানা-পাঁচবিবি,জয়পুরহাট, ৩. মোঃ আঃ রউফ(৩৫), পিতা-মতৃ আব্দুর রহমান, সাং-গনাই মাগুড়া, থানা-পাঁচবিবি,জয়পুরহাট, ৪. মোঃ জুয়েল হোসেন(৩২), পিতা-মোঃ আহারুল ইসলাম, সাং-নাকুরগাছী, থানা-পাঁচবিবি, গ্রেফতার করেন এবং আসামীদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক সিএনজি এবং চালকের মোবাইল ফোন উদ্ধার করেন। আসামীদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।