ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

স্ত্রীর গলাকেটে থানায় স্বামী


১৯ জুলাই ২০১৯ ২৩:২০

স্ত্রীর গলাকেটে থানায় স্বামী

রাজশাহীর পবা উপজেলার শিতলাই ইউনিয়নের কলারটিকর এলাকায় লাবলি বেগম নামের এক গৃহবধূকে পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে তার স্বামী। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনার পর গৃহবধূর স্বামী শরিফুল ইসলাম রেন্টু নিজে থানায় হাজির হয়ে পুলিশকে স্ত্রীকে হত্যার কথা জানায়। রেন্টু পবা উপজেলার দামকুড়া থানার কলারটিকর গ্রামের খোকার ছেলে।

দামকুড়া থানার ওসি মাজারুল ইসলাম জানান, রেন্টু রাত সাড়ে তিনটার দিকে থানায় হাজির হয়ে স্ত্রীকে পায়ের রগ ও গলা কেটে হত্যার করার কথা জানিয়েছে। পরে পুলিশ তার বাড়িতে গিয়ে স্ত্রীর গলাকাটা লাশ পায়। শুক্রবার সকালে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠায়।

ওসি বলেন, স্ত্রীর পরকিয়ার জেরে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিবাদ চলছিল। এর জের ধরে স্ত্রীকে পায়ের রগ ও গলা কেটে হত্যা করে বলে রেন্টু প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে।