চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ২
 
                                চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁদলাই এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে ১৯ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে ২ ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫।
র্যাবের দাবী আটক ব্যক্তিদ্বয় মাদক ব্যবসায়ী। র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক রোববার রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, মাদকদ্রব্য বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রোববার সন্ধ্যা পৌণে ৬টায় জেলার সদর উপজেলার চাঁদলাই মহল্লার মৃত বদর উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির বাড়ীর উত্তর পূর্ব কোনে সেফটি ট্যাংকির নিকট পায়ে হাঁটা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের দায়ে জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫) এবং মো. মফিজ উদ্দিনের ছেলে মো. মুকুল ইসলাম (২৯) কে ২৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ১৯ লক্ষ ৬০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            