বোরহানউদ্দিনে ইয়াবাসহ ইউপি সদস্য ও তার স্ত্রী আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ মামুন হাচান ও তার স্ত্রী লাইজু বেগমকে ৫২ পিচ ইয়াবাসহ তাদের বসত ঘর থেকে আটক করেছে থানা পুলিশ। রবিবার সকাল আনুমানিক ১০ টায় এস আই মোহাইমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটক মামুন হাচান মেম্বার পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আলী আকবরের ছেলে। এস আই মোহাইমিনুল জানায়, মামুন দির্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ডিলারী করতো, গোপন সংবাদের ভিত্তিতে ৫২ পিচ ইয়াবাসহ মামুন হাচান মেম্বার ও তার স্ত্রী লাইজু বেগমকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে মামলা হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।