কুষ্টিয়ায় ডিবির অভিযানে ২১২ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ আটক-১
 
                                আজ বিকেলে কুষ্টিয়া ইবি থানাধীন নলখোলা কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের স্টিল ব্রিজের সামনে থেকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২শ১২ বোতল ফেন্সিডিল, ২কেজি গাঁজা ও করিমনসহ এক মাদক কারবারি কে আটক করেছে।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, আজ আমরা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার) স্যারের নির্দেশে মোতাবেক কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে ইঞ্জিন চালিত নসিমন আগলামন ও করিমনে তল্লাশি চালাচ্ছিলাম। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একটি করিমনে মাদক আসছে। তখন আমরা সন্দেহভাজন একটি করিমনকে তল্লাশি চালিয়ে ২শ১২ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার বাস্চুপুর গ্রামের ফকির মোহাম্মদের ছেলে মফিদুল (৪৫) কে আটক করি। অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের এসআই হালিম সহ সঙ্গিয় ফোর্স উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদক কারবারি মফিদুলের বিরুদ্ধে ইবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            