সাভারে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

সাভারের হেমায়েতপুর এলাকা থেকে শনিবার সন্ধ্যায় ৩’শ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবাসীয়কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান।
আটককৃতের নাম মোক্তার হোসেন (৩২)। সে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দেলুয়াটিকি গ্রামের মৃত শামসুল হক এর ছেলে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, আজ (শনিবার) সন্ধ্যায় দিনাজপুর থেকে রাজধানী ঢাকায় ফেন্সিডিলের চালান আনা হচ্ছিলো এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এসময় কাভার্ড ভ্যানের চালকের সিটের পিছনে লুকানো বস্তায় থাকা ৩’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে কাভার্ড ভ্যানের চালক ও মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন আটক করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করেন তারা। তিনি আরো বলেন, মোক্তার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে কাভার্ড ভ্যানের মধ্যে ফেন্সিডিল লুকিয়ে তা দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।