চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০০০ পিচ ইয়াবাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শনিবার (১৩ জুলাই) দুপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার হয়েছেন। আটককৃতরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মো. শরিফের ছেলে মো. শাহীন ওরফে চান্দু (২৫) ও মনোহরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ওয়াসিম (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ জাহিদ জানান, শনিবার দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া এলাকায় একটি ইটভাটর পার্শ্বে অভিযান চালানো হয়। এসময় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন ওয়াসিম।