ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করলো মসজিদের ইমাম


১২ জুলাই ২০১৯ ২৩:৩৪

কক্সবাজারের উখিয়ায় এবার মসজিদের ইমামের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে মসজিদের ভেতরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডেইল পাড়ায় এ ঘটনা ঘটে।  

জানা গেছে, স্থানীয় একটি সরকারি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী দুপুর ১২টায় স্কুল থেকে ঘরে ফিরছিল। পথিমধ্যে ডেইল পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ নুরুল আমিন তাকে মসজিদ ঝাড়ু দেওয়ার কথা বলে মসজিদে নিয়ে যায়।

পরে মসজিদের ভেতর নিয়ে ইমাম তাকে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি মসজিদ থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে বাবা-মাকে একথা জানায়। এ ঘটনার পর থেকে ইমাম পলাতক রয়েছে।

উখিয়া থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম মজুমদার ও উপপরিদর্শক মিল্টন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ খবর পেয়ে ধর্ষক ইমামকে আটকের জন্য অভিযান শুরু করেছে। এর আগে, এ ঘটনার পর স্থানীয় ইউপি মেম্বার সালিশে বসে ইমামকে এক লাখ টাকা জরিমানা করেন।


নতুনসময়/এমএন