ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২

রিফাত শরীফ হত্যা মামলার আসামি রাব্বি আকন গ্রেপ্তার


১২ জুলাই ২০১৯ ০৯:২৬

রাব্বি আকন

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি রাব্বি আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাব্বি আকন রিফাত শরীফ হত্যা মামলার ৬ নম্বর আসামি। হত্যাকাণ্ডের সময় শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থলে ছিলেন।

রাব্বিকে গ্রেপ্তারের পর রাত সাড়ে ৯টায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মারুফ হোসেন জানান, রাব্বি আকন মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের গ্রেপ্তারে সতর্কতার সঙ্গে চেষ্টা চালিয়ে আসছে। রাত পৌনে ৯টার দিকে রাব্বি আকনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে গ্রেপ্তারের স্থান উল্লেখ করা হয়নি।

এখনো পর্যন্ত এজাহারভুক্ত সাত জন ও সন্দেহভাজন সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাত আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কয়েকজন বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে।