ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২

রিফাত হত্যার দ্বিতীয় আসামি বন্ড গ্যাংয়ের সেই রিফাত ফরাজী গ্রেফতার


৩ জুলাই ২০১৯ ২০:৫০

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দ্বিতীয় আসামি বন্ড গ্যাংয়ের রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি ও মূলহোতা  নয়ন বন্ড মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

প্রসঙ্গত, ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়।

পরে হাসপাতালে নেয়ার পর মারা যান রিফাত। 

 

নতুনসময়/এমএন