রিফাত হত্যা: টিকটক হৃদয় গ্রেফতার
 
                                বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর চোখের সামনে স্বামী রিফাত শরীফ হত্যার ঘটনায় অভিযুক্ত সেই ‘টিকটক’ হৃদয়কে গ্রেফতার করা হয়েছে।
এ নিয়ে এই মামলায় এজহারভুক্ত চারজনসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হলো।
তবে এখনও গ্রেফতার করা যায়নি মূল অভিযুক্ত নয়ন বন্ডকে।
টিকটক হৃদয়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।
তবে তাকে কখন কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে তা জানাননি পুলিশ সুপার।
উল্লেখ্য, গত বুধবার সকালে বরগুনা শহরে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
নতুনসময়/এমএন

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            