ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২

শাহজালালে প্রায় এক কেজি সোনা সহ যাত্রী আটক


২৯ জুন ২০১৯ ২২:১৯

শাহজালালে প্রায় এক কেজি সোনা সহ যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি সোনার বার সহ একযাত্রী কে আটক করেছি বিমানবন্দর আর্মড পুলিশ।সোনার মূল্য ৩৬ লাখ টাকা। শুক্রবার সন্ধ্যায় সোনা সহ যাত্রী আব্দুল মতিনকে আটক করা হয়েছে বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। সোনার ওজন ৯২৮ গ্রাম।

জানা গেছে, আটক যাত্রী আব্দুল মতিন শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বিমান বন্দরের দোতলা পার্কিং এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তার চলাফেরা সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে তিনি এলোমেলো তথ্য দেওয়ায় আটক করে আর্মড পুলিশের অফিসে এনে তল্লাশী করা হয়। আব্দুল মতিনের ছাই রং এর ফুল প্যান্টের বাম পকেটে থাকা নেভি ব্লু রং এর ছোট ব্যাগ থেকে ৮ টি সোনার বার পাওয়া যায়। যাত্রীর সংগে দুবাই থেকে ঢাকার বোর্ড পাস পাওয়া যায়। জব্দ করা সোনা ঢাকা কাস্টম হাউসে জমা দিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বিমানবন্দরের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আব্দুল মতিন। তল্লাশি করে ৮ টি সোনার বার পাওয়া যায়। বিমানবন্দর থানা মামলা দায়েরে করে মতিনকে হস্তান্তর করা হয়েছে। 

নতুনসময়/আইএ