ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে মা-ছেলেকে গলা কেটে হত্যা


২৭ জুন ২০১৯ ২২:৪০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার দূর্গানগর ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলতাব হোসেন মকুল (৬৫) ও তার মা রিজিয়া খাতুন (৯০)।

নিহত আলতাবের মেয়ে উল্লাপাড়া এইচ টি ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা হোসেন হিজল জানান, পূর্ব শত্রুতার জেরেই তার বাবা ও দাদিকে হত্যা করা হয়েছে। সকালে প্রতিবেশীরা তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির ভিতরে গিয়ে ঘরের দরজা খোলা এবং খাবার টেবিলের পাশে বাবা ও দাদির গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সময় মা ও ভাই বাড়িতে ছিলেন না বলেও জানান রোকসানা হোসেন হিজল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌসিক আহমেদ জানান, মা ও ছেলের হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরে ঢুকে দেখা যায়, খাবার টেবিলের পাশে তাদের দুজনের মরদেহ পরে আছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনা এক সময় দুর্বৃত্তকারীরা ঘরে ঢুকে তাদের গলা ও পায়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

হত্যাকারী যাওয়ার পথে মসজিদের দেয়ালের গায়ে তাদের রক্তমাখা হাতের ছাপ লাগিয়ে দিয়ে গেছে। নিহদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান কৌসিক দেওয়ান।


নতুনসময়/এমএন