ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সদরঘাটে নৌকাডুবি: নিখোঁজ একই পরিবারের দুই শিশুর লাশ উদ্ধার


২২ জুন ২০১৯ ০০:০২

রাজধানীর সদরঘাটে লঞ্চের ঢেউয়ের কারণে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মেশকাত ও নুসরাত নামের একই পরিবারের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে লঞ্চের ঢেউয়ের কারণে ৫ যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতরে পাড়ে পৌঁছতে পারলেও নিখোঁজ ছিল ওই দুই শিশু।

খবর পেয়ে নিখোঁজদের উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী।


নতুনসময়/এনএইচ