রাজাপুরে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক আর নেই

ঝালকাঠির রাজাপুরে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মাতুব্বর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি চ্যানেল নাইন ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি মঈনুল হক লিপুর পিতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দির্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার শাহজাহান ওমর (বীর উত্তর), কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া রাজাপুর প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পরিবার সূত্র জানায়, ঢাকা থেকে মরদেহ নিয়ে আসার পর আগামীকাল শুক্রবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।