ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২


২১ জুন ২০১৯ ০২:৫৯

আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসষ্ট্যান্ড এলাকায় বুধবার গভীর রাতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে আশুলিয়া থানা পুলিশ।

নিহতরা হলো শেখ সদর আলী (৬১) ও আলমগীর হোসেন (২৮)। শেখ সদর আলী নড়াইল জেলার মৃত লাল মিয়ার ছেলে ও অন্যজন হলো আলমগীর হোসেন সাতক্ষীরা জেলার সামাদ ফকিরের ছেলে।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে দুই মোটরসাইকেল আরোহী জিরানীর দিকে যাচ্ছিল। এসময় শ্রীপুর এলাকায় একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, এঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।