২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে সিংড়া পৌরসভার টিএলসিসি কমিটির বিশেষ সভা

পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে টিএলসিসি কমিটির সদস্যদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে পৌর সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, পৌর মোঃ জান্নাতুল ফেরদৌস।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার সচিব আব্দুল মতিন, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. আশরাফুল ইসলাম, জিএ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ আতিকুর রহমান, অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক রকি,
সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নতুন সময় টেলিভিশনের সাংবাদিক রবিন খান, সাংবাদিক আবু সাঈদ,সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারী ও টিএলসিসি’র সকল সদস্যবৃন্দ।