প্রচ্ছদ সারাদেশ সিংড়ায় কৃষককে জবাই করে হত্যা সারাদেশ নাটোর প্রতিনিধি ২০ জুন ২০১৯ ০০:৩৫ নাটোরের সিংড়ায় আছের আলী (৪৫) নামে একজন কৃষককে জবাই করে হত্যা করেছে দুবৃত্তরা। আছের আলী তাড়াই গ্রামের রবি প্রামানিকের পুত্র। বুধবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাকুরিয়া শস্মান ঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।