বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে। বেলা ১১ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে আজ বুধবার (১৯ জুন) বেলা ১১টা দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ৪টি ইউনিট পাঠানো হলেও ৩টি ইউনিট কাজ করেছে। একটি রাস্তা থেকেই ফিরে এসেছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে কয়েকটি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।