ভোট কেন্দ্র থেকে পুলিশের পিস্তল গায়েব

উপজেলা পরিষদের নির্বাচনে খুলনার ডুমুরিয়া বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পুলিশের এক এসআইয়ের গুলিভর্তি পিস্তল খোয়া গেছে।
এসআই নাজমুল হক জানান, দুপুর আড়াইটার দিকে গুলিভর্তি পিস্তল একটি ব্যাগের ভেতরে রেখে নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে ব্যাগের ভেতর তার পিস্তল ও গুলি খুঁজে পাননি।
এ বিষয়ে খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, এসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অস্ত্র ও গুলি খোয়া যাওয়ার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, রাজমিস্ত্রির সহকারী বুলবুল খা ও বিদ্যালয়ের দপ্তরি সঞ্জীব কুমার রাহা।