নবাবগঞ্জে সবজির বাগানে গাঁজা চাষ

দিনাজপুরের নবাবগঞ্জে একটি সবজি বাগান থেকে ৩২ টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজার সংলগ্ন নন্দনপুর গ্রামের রবিউল ইসলামের সবজি বাগান থেকে এ গাছগুলি জব্দ করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার গাঁজার গাছ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, উপজেলার নন্দনপুর গ্রামে সবজি বাগানে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক থানা পুলিশের সহায়তায় বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজার সংলগ্ন নন্দনপুর গ্রামের রবিউল ইসলামের সবজি বাগানে অভিযান চালিয়ে ওই বাগান থেকে ৩২টি গাঁজার গাছ জব্দ করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।
তিনি বলেন,এই বিষয়ে ওই বাগানের মালিক রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, নবাবগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করতে উপজেলা পরিষদ ও নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় এমন আরো অভিযান চালানো হবে। নবাবগঞ্জ উপজেলাতে মাদকের কোন স্থান থাকবেনা।