ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সিংড়ায় সুষ্ঠুভাবে ভিজিডি চাল বিতরন


১৯ জুন ২০১৯ ০৪:৪৩

নাটোরের সিংড়ায় ছাতারদিঘী ইউপির ১৮০ জনের মধ্য সুষ্ঠুভাবে ভিজিডি চাল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ইউনিয়নের দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্য ভিজিডি চাল বিতরন করেন।

ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ। উপস্থিত ছিলেন, ইউপি সচিব শাহজাহান আলীসহ সকল ইউপি মেম্বার ও সদস্যবৃন্দ। তারা সুষ্ঠুভাবে বিতরন করায় আগতরা সন্তোষ প্রকাশ করেন।

ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ জানান, এ বছর সুষ্ঠুভাবে বিতরন করা হয়েছে। কোন অনিয়ম করতে দেয়া হয়নি।

কোন ইউপি সদস্য অনিয়ম করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নতুনসময়/রবিন/আইকে