জাতীয়করণের দাবিতে শিক্ষকদের তৃতীয় দিনের অবস্থানে অসুস্থ দুই শিক্ষক

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ কে জাতীয়করণের দাবিতে ৩য় দিনের মত অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে পরেছে দুই শিক্ষক। এই অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।
মঙ্গলবার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা।
সংগঠনের সভাপতি মোঃ মামুনুর রশিদ খোকন বলেন, ৯ জানুয়ারি ২০১৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। জাতীয়করণকালীন ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান করা হয়েছিল তার সংখ্যা যথাযথ না হওয়ায় জাতীয়করণ যোগ্য আরো ৪১৫৯ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হতে বঞ্চিত হয়।
তিনি আরো বলেন,জাতীয়করণকালীন পাঠদানের অনুমতি ও রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করায় আমরা বেতন ভাতা সুবিধা ও ছাত্র ছাত্রী উপবৃত্তি টিফিন থেকেও বঞ্চিত হচ্ছে । তাই আমাদের এক দফা দাবি বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
এছাড়াও অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমদ জাফর ইকবাল প্রমুখ।