কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতদলের সদস্য আটক,অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে ডাকত দলের এক সক্রিয় সদস্য আটক করেছে। গতকাল রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই তারেক, মোস্তাফিজ সঙ্গীয় ফোর্সসহ পূর্বব্রীজপাড়া মোল্লাতেঘড়িয়ার জিকে ক্যানালের পাশ থেকে অস্ত্র ও গুলিসহ ডাকত সদস্য শাহিন আলম (৩১) কে আটক করে। আটকের সময় তার কাছ থেকে একটি সুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আটককৃত শাহিন আলম বটতৈল মিলপাড়া এলাকার আবুল বাশারের ছেলে বলে জানা যায়। পুলিশ সুত্রে জানা যায়, শাহিন আলম ডাকত দলের একজন সক্রিয় সদস্য। সে কুষ্টিয়াসহ কুষ্টিয়ার পার্শবর্তি এলাকায় মোটর সাইকেল ছিনতাই এবং বাস ট্রাক ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কাজের সাথে জড়িত। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পূর্বব্রীজপাড়া মোল্লাতেঘড়িয়ার জিকে ক্যানালের পাশে একদল ডাকাত অস্ত্র ও গুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তিনি আরও বলেন, আটককৃত শাহিন আলমের বিরুদ্ধে পূর্বেও অস্ত্র ও মাদক মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়া মডেল থানায় আটককৃতর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিলো।