আশুলিয়ায় ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার বিকালে আশুলিয়ার বাংলা বাজারের মিরবাগ এলাকার আব্দুস সামাদের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লুৎফর রহমান (৩৮) কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখান দিঘি সরকার পাড়া এলাকার আফাজউদ্দিনের ছেলে। লুৎফর মীরবাগ এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থেকে ভ্যান চালাতো। তার স্ত্রী একটি পোশাক কারখানায় কাজ করে।
এলাকাবাসী জানায়, আজ (রোববার) সকালে ভ্যান চালাতে যায় লুৎফর। তার স্ত্রী নার্গিস কারখানায় কাজে যায়। দুপুরের দিকে তার ছেলে মাদ্রাসা থেকে এসে তার বাবাকে ফ্যানের সাথে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পায়। এরপরে এলাকাবাসী খবর পেলে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাজ্জাদুর রহমান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লুৎফর আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়ণা তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।