মাগুরায় বিশ্ব রক্তদাতা দিবস পালন
-2019-06-15-18-53-11.jpg)
‘সবার জন্য নিরাপদ রক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় শনিবার বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে।
মাগুরা আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারে বেলা ১১টায় শহরের নোমানী ময়দানে পতাকা উত্তোলন, র্যালী, আলোচনাসভা, রক্তদান ও পুরস্কার বিতরণী কর্মসূচীর মধ্য দিয়ে এ কর্মসূচী পালন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান পংকজ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আলি আকবর, সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব বাকি ইমাম, আনিসুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, যুবলীগ নেতা ফজলুর রহমান, ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তসহ অন্যরা।
পরে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকগণ স্বেচ্ছায় রক্ত দান করে। সর্বশেষে জেলার বিভিন্ন রক্তদাতা প্রতিষ্ঠান ও ১০ বারের অধীক রক্তদান করা ব্যক্তিদের ক্রেস্ট দিয়ে সম্মান প্রদান করা হয়।
নতুনসময়/আইআর