সন্ত্রাসীদের হামলায় নিহত উপি সদস্য ফখরুল

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা ২নং ওয়ার্ডে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন সাবেক ইউপি সদস্য ফখরুল ইসলাম হাওলারদার (৪৫)।
শনিবার সকাল আনুমানিক ১১টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন সন্ত্রাসীরা।
রক্তাক্ত অবস্থায় তাকে স্বজনরা উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেলে প্রেরন করেন। দুপুর আনুমানিক ২টার সময় স্পীডবোটযোগে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেন তার পরিবার।
নতুনসময়/আইআর