সাভারে চালককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

সাভারে সড়ক দূর্ঘটনায় মিরপুর বাংলা কলেজের মেধাবী শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক চালককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সাধারণ জনতা। শনিবার দুপুরের দিকে সাভারের হেমায়েতপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সাধারন জনতার অংশগ্রহণে মানববন্ধন পালনের পরে বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, হানিফ পরিবহনের চালকের বেপরোয়া গাড়ি ড্রাইভিং এর কারণে মিরপুর বাংলা কলেজের মেধাবী শিক্ষার্থী মিন্টু মোল্লাকে জীবন দিতে হলো। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘাতক চালককে আটক করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবী জানান। অন্যথায় মহাসড়ক অবরোধ করাসহ হানিফ পরিবহন বাসের চলাচল বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেন।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে সাভারের বলিয়াপুর মহাসড়কে বেপরোয়া হাফিন পরিবহনের বাসের ধাক্কায় মিরপুর বাংলা কলেজের মিন্টু মোল্লা নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়৷