ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সাভারে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ


১৫ জুন ২০১৯ ০৩:১০

সাভারে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার অপসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করছে এলাকাবাসী। মহাসড়কে বিক্ষোভ করায় যানজটের সৃষ্টি হলে পুলিশ বিক্ষুদ্ধ জনতাকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার বাদ জুমা সাভারের বলিয়ারপুর বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ করেছে বনগাঁও এলাকাবাসী। বিক্ষোভটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্নস্থানে প্রদক্ষিণ করে পরে একই স্থানে এসে সকলে মানবন্ধনের জন্য সমবেত হয়।

এসময় তারা জানান, প্রি-পেইড মিটারে বিদ্যুৎ বিল বেশি ওঠে। আমরা লিখিত ও মৌখিকভাবে বিষয়টি সমাধানের জন্য আবেদন করলেও সমাধান না করে তারা আরো এই মিটার বসাচ্ছে। এই মিটার বসানো বন্ধ ও সমস্যার দ্রুত সমাধান চেয়ে নামাজের পরে আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করছি। এসময় তারা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান।