ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সাভারে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


১৫ জুন ২০১৯ ০২:২৯

সাভারে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সাভারের বলিয়াপুর বাস ষ্ট্যান্ড এলাকার শ্যামলী সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম মিন্টু মোল্লা (২৬), সে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কুনিহাটি গ্রামের কেরামত আলীর ছেলে।

পুলিশ জানায়, সাভারের বলিয়াপুর এলাকায় শ্যামলী সিএনজি ফিলিং ষ্টেশনের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী মিন্টু মোল্লা। এসময় পাম্পের সামনে পৌঁছলে উল্টো দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক প্রাণ কৃষ্ণ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।