ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


কেরানীগঞ্জে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী ও সন্তানের মর্মান্তিক মৃত্যু


১৪ জুন ২০১৯ ১০:৪৯

ঢাকার কেরানীগঞ্জের বামনশুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে মা ফেরদৌস আরা (৫০) ও ছেলে ফাহাদ হাসান। মা-ছেলের এই মর্মান্তিক মৃত্যতে পুরো কেরানীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। স্বজনরা জানান, নিহতদের ঘরের একটি টেবিল ফ্যান বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফাহাদের বাবা মোঃ খোরশেদ হাসান হঠাৎ ওই ফ্যানের উপর হাত দিলে বিদ্যুতায়িত হয়ে যায়। ফাহাদের মা তার বাবাকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় ঘরে থাকা ফাহাদের ছোট বোন তার মাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। বোনের চিৎকার শুনে বাহির থেকে ফাহাদ হাসান দৌড়ে ঘরে এসে তার মা ও বাবাকে বাঁচানোর চেষ্টা করে। বাবা বেঁচে গেলেও মাকে বাঁচাতে গিয়ে মায়ের সাথে তারও মৃত্যু হয়।

এলাকাবাসী ও আত্বীয় স্বজনের অনুরোধে নিহতদের লাশের ময়না তদন্ত ছাড়াই দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।


নতুনসময়/এনএইচ