ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সিংড়ায় পুকুর খননের ভেকু বন্ধ, জমির মালিককে জরিমানা


১৪ জুন ২০১৯ ০৫:২৬

নাটোরের সিংড়ায় পুকুর খননের অভিযোগে তিনটি ভেকু বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় জমির মালিক লুৎফর মোল্লাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে নাটোর জেলার সিংড়া উপজেলার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকা হতে ভেকুদ্বারা মাটিকাটা এবং পুকুর খনন বন্ধ এবং কৃষি জমি রক্ষার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

এসময় জমির মালিক লুৎফল মোল্লাকে ৩০ হাজার টাকা জরিমানা এবং তিনটি ভেকুর উপকরন জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, পুকুর খনন বন্ধ না হলে আগামীতে পরিবেশে বিরুপ প্রভাব পড়বে এবং জমির ক্ষতি থেকে উত্তোরণ সম্ভব হবে না। এজন্য পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।