ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


১৮ জুন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন


১৩ জুন ২০১৯ ০১:০৫

৫ম ধাপে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। এ উপজেলায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে এ পদ্ধতি সম্পর্কে সাধারণ ভোটারদের অবহিত করা হচ্ছে। ইভিএম প্রদর্শণীতে এসে নতুন এ পদ্ধতিতে ভোট দিতে আগ্রহী গাজীপুরের ভোটাররা। আজ গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ইভিএম পদ্ধতি সর্ম্পকে সাধারণ ভোটারদের অবহিত করতে প্রদর্শনীর ব্যবস্থা করে নির্বাচন কমিশন। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে নারী ও পুরুষ ভোটার উপস্থিত হয়ে এ পদ্ধতি সর্ম্পকে অবগত হন। তারা এ পদ্ধতিতে ভোট দেয়া সহজ ও কোন রকম জাল ভোট দেয়ার সুযোগ না থাকায় বেশ আগ্রহ প্রকাশ করেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ২২শ ৮৫ জন । এর মধ্যে নারী ভোটার সংখ্যা ৫৮ হাজার ৫ শত ১৮ জন এবং ৫৮ হাজার ৯ শ ৬৭ জন।