ঢাকা রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২


বগুড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত


১২ জুন ২০১৯ ০০:২২

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়া বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১০ টায় বগুড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা স্থানীয় টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন। প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ উপনির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন শাহিন, আবু ওবায়দুল হাসান ববি, শেখ শামিম প্রমুখ।

সভায় বক্তরা বলেন, ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবনে স্থাপিত বিশেষ কারাগার থেকে গনতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা মুক্তি পান। আজ দেশে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষকে আর ভাত ও ভোটের জন্য আন্দোলন করতে হয়না।