হোমনা তিতাস সেতু বন্ধন

হোমনা উপজেলা মাথাভাঙ্গা ইউনিয়নের শেষ প্রান্তে নদীঘেষা মহিষমারি গ্রাম । মহিষমারি গ্রামের সাধারন জনগনের যোগাযোগ ব্যবস্থা এতোটাই অবহেলিত যে খেয়া পারাপারের মাধ্যমে পাশবর্তি তিতাস উপজেলা দিয়েই হোমনা উপজেলা সদরে এবং বাতাকান্দি ও গাজীপুর স্কুল কলেজে যেতে হয়।
বিগতদিনে অনেক এম,পি মন্ত্রী থাকলেও এ বিষয়টি সরেজমিনে গিয়ে সমস্যাটি স্বচোক্ষে সার্বিক পর্যবেক্ষনে যায়নি। এবার সাধারন মানুষের দৈনন্দিন ভোগান্তী ও তাদের সন্তানদের সুশিক্ষায় বেড়ে তুলতেই যা প্রয়োজন সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাগুলোর চিন্তা করেই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরোলেই উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্নে ছয়ফুল্লাহ কান্দি মাথাভাঙ্গ হেটে যেতে হয় । সময় ক্ষেপনে দূর্ভোগ পোহাতে হয় ।
দীর্ঘ দিনের স্বপ্ন পুরন করতে জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন পূরন বাস্তবায়নে পরিদর্শন করলেন- কুমিল্লা২ মাননীয় সংসদ সদস্য- সেলিমা আহমাদ (মেরী) সিআইপি মহোদয় তিনি তিতাস বাতাকান্দি- হোমনা মহিষমারী খেয়াঘাটে খুব দ্রুত নতুন ব্রিজের নির্মাণের জন্য স্থান পরিদর্শন করে প্রকল্প ইঞ্জিনিয়ারকে সার্বিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
পরিদর্শন কালে মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি ও তিতাস উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার সহ স্থানীয় নেতা কর্মিদের সাথে এলাকার সাধারন জনগন উপস্থিত ছিলেন।’
নতুনসময়/আল-এম