ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন


১০ জুন ২০১৯ ২২:০৬

প্রতীক ছবি

নারায়ণগঞ্জের পাগলায় ঘরে আগুন লেগে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-আব্দুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩), জুথির ছোট বোন তানজিলা (৬)। এদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢমেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, শিউলীর ৯৮ ভাগ, আব্দুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ ভাগ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন লেগেছে।’

নতুনসময়/আল-এম