ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনার প্রচেষ্টায় রেলওয়ে পরিবর্তন হয়েছে


১০ জুন ২০১৯ ০৪:৫৬

সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জোনের মহা-ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমান সরকার রেলওয়ের আধুনিক করনে ব্যাপক উন্নয়ন হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে রেলওয়ের হারিয়ে যাওয়া দিনগুলোকে ফিরিয়ে এনেছেন।

রোববার (৯জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশন পরিদর্শনকালে তিনি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর সিল্কসিটি ট্রেন আগামী ২৫ জুলাই থেকে চালুর আশ্বাস দেন। আন্তঃনগর ট্রেন চালুর জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রধানগণ ইতিমধ্যে অবকাঠামো তৈরীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া পণ্য পরিবহনে সড়ক পথে ব্যাপক চাপ বেড়ে যাওয়ায়, নতুন নতুন রেললাইন স্থাপন করায় পণ্য পরিবহনসহ যাত্রীদের যোগাযোগ সহজতর করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, পশ্চিমাঞ্চল জোনের প্রধান যন্ত্র প্রকৌশলী মৃণাল কান্তি বণিক, প্রধান প্রকৌশলী মো. আফজাল হোসেন, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী অজয় কুমার পোদ্দার, চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শাহনেওয়াজ, পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী মো. মমতাজুল ইসলাম প্রমুখ।