ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


রিক্সাচালকের ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার


১০ জুন ২০১৯ ০৩:৫৭

নতুনসময় ছবি

রিক্সা চালকের ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার করে দিলেন ইন্সপেক্টর খন্দকার শাকের আহমেদ জানা যায়, রিক্সা চালক জুয়েল (৩৮) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বাসিন্দা।

সে ময়মনসিংহ নগরীতে দীর্ঘদিন যাবত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। গত রবিবার (২ জুন) সদর উপজলার দাপুনিয়া এলাকায় একটি প্রাইমারী স্কুলের ভিতরে নিয়ে একদল সন্ত্রাসী তার মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন খন্দকার শাকের আহমেদকে ঘটনার বিষয়টি জানালে। আট দিনপর ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, দাপুনিয়া এলাকার জালাল উদ্দিনের ছেলে সোহান ও মুঞ্জু মেম্বারের ছেলে জাহিদ। গরিব অসহায় মানুষের জন্যও আইন সমান সে দৃষ্টান্ত দেখালেন তিনি। একজন রিক্সা চালকের ছিনতাইকৃত মালামাল উদ্ধার তারই প্রমান। কোতোয়ালী পুলিশ জনবান্ধব পুলিশ। পুলিশ পরিদর্শক শাকেরের দায়িত্বশীলতায় আবারও পুলিশ প্রশংসা পেল জনমনে।’

নতুনসময়/আল-এম