প্রেমিকের বাড়িতে শিক্ষিকার অনশন

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের দাবিতে দু’দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক শিক্ষিকা। এ ঘটনায় কথিত প্রেমিক সাগর পলাতক রয়েছেন। এ নিয়ে এলাকায় হইচই শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কেরোয়া ইউপির মধ্যে কেরোয়া গ্রামের কেরামত আলী মুন্সী বাড়িতে ।
অনশনকারী রিনা আক্তার বলেন, সাগর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে তিনি প্রেমিকের বাড়িতে অনশনের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী শুক্রবার প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করছি।
শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেমিকা অনশন অব্যাহত রেখেছেন।
কেরোয়া ইউপি চেয়ারম্যান শাজাহান কামাল বলেন, শুক্রবার বিকেলে ছেলের পরিবারের সঙ্গে কথা বলেছি। ছেলেকে ফিরিয়ে এনে বিষয়টি মীমাংসার করার জন্য বলা হলেও তারা গুরুত্ব দিচ্ছে না। ছেলেটি আগেও একাধিক মেয়ের সঙ্গে এরকম প্রতারণা করেছে।
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
নতুনসময়/এনএইচ